সোমবার জেলার ডুমুরিয়া উপজেলায় উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে ব্যবসা পরিচালনার অভিযোগে সাতটি ইটভাটাকে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া আরো তিনটি ইটভাটার চুলা অকেজো করে বন্ধ করে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম ও আসাদুর রহমান।
ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম স্থানীয় সাংবাদিকদের জানান, ভদ্রা ও হরি নদীতে পুনরুদ্ধার করা জমি দখল করে খরনিয়া ও সোলাগাটিয়া এলাকায় অনেক ইটভাটা গড়ে উঠেছে। দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইটভাটাগুলো চালু ছিল।
ডিওই সহকারী পরিচালক পারভেজ আহমেদ, পরিদর্শক মারুফ বিল্লাহ এবং এনফোর্সমেন্ট টিম, পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা মোবাইল টিমকে সহযোগিতা করেন।