খুলনার বড় বাজারে আগুন লেগে ছয়টি দোকান পুড়ে গেছে। বুধবার (৫ অক্টোবর) দুপুর ১টায় এই ঘটনা ঘটে। এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী জিয়াউর রহমান বলেন, ‘দুপুর ১টার দিকে বাজারের একটি দোকানে আগুন লাগে। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানাই। দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। আগুনে বড়বাজারের ভৈরব স্ট্যান্ড জুতাপট্টি সংলগ্ন ঘাটের ছয়টি দোকান পুড়ে গেছে।’
বড় বাজারে ব্যবসায়ী উজ্ব্বল ব্যানার্জী জানান, দুর্গাপূজার শেষ দিনে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। কয়েকটি দোকান খোলা ছিল। তা না হলে সব পুড়ে শেষ হয়ে যেতো।
বড় বাজার ছিট-কাপড় দোকান মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম বলেন, ‘কংস বাণিজ্য ভান্ডার থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা যায়। ধোঁয়া দেখে বাজারে আগত ক্রেতারা এদিক-সেদিক দৌড়াতে থাকেন। আগুন দেখে আমি ফায়ার সার্ভিসে খবর দিই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। বড় বাজারের শ্রমিকরাও আগুন নেভানোর কাজে যোগ দেন। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে।’
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের খুলনা বিভাগীয় উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, দুপুর ১টা ৭ মিনিটে আগুন লাগার খবর আসে। দ্রুত ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখনও কাজ চলছে।
পিএসএন/এমঅাই


