খুলনায় সড়ক দুর্ঘটনায় আহত এক অজ্ঞাত মহিলা চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেছে। খুলনা মেডিকেলের ভারপ্রাপ্ত ওয়ার্ড মাষ্টার শেখ আলিমুজ্জামানের মাধ্যমে জানা যায় যে, ভিকটিম অজ্ঞাত মহিলা (৬০) কে গত ১০/০৭/২০২১ তারিখ দুপুর ২ টায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় সোহেল নামক এক ব্যাক্তি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর গত ২১/০৭/২০২১ তারিখ বিকাল ৩.৪৫ এ কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত মহিলাকে মৃত ঘোষণা করেন।
ডাক্তার মৃত্যুর কারণ R.T.A (রোড ট্রাফিক এক্সিডেন্ট) উল্লেখ করেছেন। এ ব্যাপারে সোনাডাঙ্গা মডেল থানায় জিডি করা হয়েছে (জিডি নং-১৪৩৩, তাং-২৪/০৭/২০২১ খ্রিঃ) । উক্ত বিষয়ে জিডিতে লিপিবদ্ধ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
এ ব্যাপারে জিডির তদন্ত কর্মকর্তা এস আই সেলিম রেজা জানান, লাশের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য হিমাগারে রাখা আছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে লাশ দাফন করা হবে।