সুনাম খুলনা জেলা কমিটির ত্রৈমাসিক সভা সংগঠনের সভাপতি সাংবাদিক সুনীল দাস’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক এস এম সোহেল ইসহাক’র পরিচালনায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন সহ-সভাপতি প্রভাষক পঞ্চানন মণ্ডল, মাহফুজুর রহমান মুকুল, সহ-সাধারন সম্পাদক পলাশ দাশ, শারি’র খুলনা জেলা মিডিয়া সমন্বয়কারী শরিফুল ইসলাম সেলিম, প্রকল্প সমন্বয়কারী বিষ্ণু বিনয় কৃষ্ণ রানা, এ্যাডভোকেসী কর্মকর্তা শিবানী গাইন, রিংটন মণ্ডল, ফরহাদ হোসেন মিটন, জগন্নাথ কর্মকার, বাহালুল আলম, নয়ন পাল, নুরুদ্দিন মো: ইদ্রিস, এ্যাড. মনিবুর রহমান, প্রদ্দুত রায়, অনুপম সরকার।
খুলনা জেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
You Might Also Like
administer22
Leave a comment