খুলনা প্রেসক্লাবের কেয়ারটেকার মোঃ রুহুল আমিন’র পিতা রব জেল হোসেন (১০২) বার্ধক্যজনিত কারণে আজ (বুধবার) সন্ধ্যা ৭.১৫ মিনিটের দিকে ঝিনাইদহ জেলার মহশেপুর থানার গোকুলনগর গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)। মৃত্যুকালে তিনি বৃদ্ধা স্ত্রী, পাঁচ ছেলে-দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল (বৃহস্পতিবার) সকালে স্থানীয় মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে দাফন করা হবে।

এদিকে খুলনা প্রেসক্লাবের দীর্ঘ দিনের কর্মচারী মোঃ রুহুল আমিনের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও  সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।