খুলনা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার এস এম কামাল হোসেনের মাতা আয়েশা খাতুন (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত একটার দিকে বার্ধক্যজনিত কারণে নগরীর বানরগাতী নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
মৃত্যকালে তিনি স্বামী, দুই পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বুধবার (২৪ জানুয়ারি) জোহরের নামাজের পর বানরগাতী খানজাহান আলী মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন হবে।
এদিকে সাংবাদিক এস এম কামালের মাতা’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।