খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক জন্মভূমি’র সিনিয়র ফটো সাংবাদিক দেবব্রত রায়ের মাতা অমলা রায়(৭৫) আজ বৃহস্পতিবার অনুমানিক ভোর ৬টার দিকে ভারতের দমদমের একটি বেসরকারি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। স্বর্গবাসীনি অমলা রায়ের সৎকার ভারতেই অনুষ্ঠিত হবে।
এদিকে সাংবাদিক দেবব্রত রায়ের মায়ের মৃত্যুতে গভীর শোক ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।