খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন-অর-রশীদ (৫৫) কিডনি জনিত রোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।
তিনি দীর্ঘদিন ধরেই কিডনি রোগে ভুগছিলেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত ২ ডিসেম্বর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ ও ৬ নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৩ ডিসেম্বর কিডনি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে সোমবার আইসিইউতে ভর্তি করা হয়।
এগিকে সাংবাদিক হারুন-অর-রশীদ এর আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
Leave a comment