খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের বড় শ্যালিকা ও খুলনার বিশিষ্ট ব্যবসায়ী জমাদ্দার ইমাম হোসেনের স্ত্রী রোজী ইমাম(৬২) আজ শুক্রবার কোলকাতার একটি হোটেলে স্থানীয় সময় সকাল ৮টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)।
তিনি স্বামীর চিকিৎসার জন্য বড় মেয়ে ও জামাইকে নিয়ে গত ৭ মার্চ ভারতের চেন্নাই যান। সেখানে চিকিৎসা শেষে তারা কোলকাতার একটি হোটেলে এসে পৌঁছান। গতকাল তিনি অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়ে, দুই জামাতা, ভাই-বোন আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার লাশ আগামীকাল খুলনাস্থ ছোট মির্জাপুর নিজস্ব বাসভবনে আনার কথা রয়েছে। পরে জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।
এদিকে মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
Leave a comment