খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার সম্পাদক এস এম সাহিদ হোসেন ও প্রতিদিন সেবক পত্রিকার সম্পাদক মারুফ হোসেনের ফুফু বেগম পরিজান নেছা পরী (৮২) বার্ধক্যজনিত কারণে আজ (সোমবার) সকাল ৭.৩০ মিনিটের দিকে নগরীর মোহাম্মদনগরস্থ নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি …. রাজিউন)।
মৃত্যুকালে তিনি বৃদ্ধ স্বামী, আট ছেলে-চার মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ(সোমবার) আসরবাদ গোপালগঞ্জ জেলার পাটকেলবাড়ি জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেনের ফুফু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।