খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন এর সম্পাদক ও প্রকাশক এস এম সাহিদ হোসেনের শাশুড়ি মমতাজ বেগম আজ ০২ মে (বৃহস্পতিবার) আনুমানিক বেলা ১১.৫০ মিনিটে রামপালের গৌরম্ভাস্থ নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি ৩ ছেলে ও ৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ জোহর মরহুমার নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে সাংবাদিক এস এম সাহিদ হোসেনের শাশুড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
Leave a comment