খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবের নির্মাণাধীন ব্যাংকুয়েট হল পরিদর্শন করেন। এসময়ে খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ নান্দনিক এই হলের বিভিন্ন খুটিনাটি বিষয় সম্পর্কে তাকে অবহিত করেন। ঐতিহ্যবাহী খুলনা প্রেসক্লাবের মাধ্যমে আধুনিক স্থাপনা শৈলী ও সুযোগ-সুবিধা সম্বলিত এই ব্যংকুয়েট হল নির্মাণের উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এই হল চালু হলে খুলনার জনসাধারণ অল্প ভাড়ায় হলটি ব্যবহার করতে পারবে। তিনি নির্মাণাধীন ব্যাংকুয়েট হলসহ খুলনা প্রেসক্লাবের গেস্ট হাউজের উন্নয়নে জন্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ব্যাংকুয়েট হল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সাবেক সভাপতি এ কে হিরু, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, কোষাধ্যক্ষ বিমল সাহা, সহকারী সম্পাদক এস এম নূর হাসান জনি ও মাকসুদুর রহমান (মাকসুদ), নির্বাহী সদস্য মোঃ হাবিবুর রহমান, সদস্য আসাদুজ্জামান খান রিয়াজ, শেখ মোঃ সেলিম, ইউজার সদস্য মোঃ বাবুল আক্তার, মোঃ হেলাল মোল্লা, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
Leave a comment