মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুব রহমান আজ বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবের নির্মাণাধীন ব্যাংকুয়েট হল পরিদর্শন করেন। এসময়ে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা আধুনিক স্থাপনা শৈলী ও সুযোগ-সুবিধা সম্বলিত নির্মাণাধীন এই হল রুম সম্পর্কে তাঁকে অবহিত করেন।
পরিদর্শন কালে মাহাবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহাবুর রহমান খুলনা প্রেসক্লাব কর্তৃক নির্মিণাধীন হলের কাজ দেখে সন্তোষ প্রকাশ করে বলেন, এই হল চালু হলে খুলনার মানুষ অল্প ভাড়ায় হলটি ব্যবহার করতে পারবে। প্রেসক্লাবের মাধ্যমে খুলনার সর্বসাধারণকে এই সুযোগ করে দেয়ার জন্য তিনি প্রেসক্লাব কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ প্রকাশ করেন। এছাড়া তিনি নির্মাণাধীন হলরুমের সার্বিক সাহায়তার আশ্বাস প্রদান করেন।
ব্যাংকুয়েট হল পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ কে হিরু ও শেখ আবু হাসান, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সদস্য আনোয়ারুল ইসলাম কাজল প্রমুখ।
Leave a comment