খুলনা জেলার বটিয়াঘাটায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় এসআই (নিঃ) কৌশিক কুমার সাহার
নেতৃত্বে বটিয়াঘাটা ানা পুলিশের একটি চৌকশ ল তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ১। মিল্টন মন্ডল (৩২), ২। আফরোজা খাতুন (২২), ৩। মোঃ মারুফ শেখ (২২) ও ৪। সুমন সরার (২৬)। মিল্টন মন্ডলকে গত ২০/০৩/২০২৫ খ্রিঃ ও আফরোজা খাতুনকে গত ২১/০৩/২০২৫ খ্রিঃ বটিয়াঘাটা থানা এলাকা হতে এবং মোঃ মারুফ হোসেন ও সুমন সরারকে গত ২২/০৩/২০২৫ ও ২৭/০৩/ ২০২৫ খ্রিঃ বাগেরহাট জেলার মংলা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তারে হেফাজত হতে ছিনতাইকৃত ০১ টি ইয়ামাহা এফজেড ভি—২ মোটরসাইকেল ও ০১ টি হেলমেট উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, ভিকটিম মোঃ আল মামুন শেখ এর সাে গত ৩১/০১/২০২৫ খ্রিঃ ফেসবুকের মাধ্যমে
গ্রেফতারকৃত আফরোজার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তারা গত ০১/০২/২০২৫ খ্রিঃ খুলনা মহানগরীর
লবনচরা থানাধীন সাচিবুনিয়া মোড়ে খো করে। কথাবার্তা শেষে সন্ধ্যার সময় গ্রেফতারকৃত আফরোজা ভিকটিম মোঃ আল মামুন শেখকে তার বাড়ীতে পেঁৗছে েওয়ার অনুরোধ করলে মামুন তার ব্যবহৃত ইয়ামাহা এফজেড
ভি—২ মোটরসাইকেলযোগে আফরোজাকে নিয়ে রওনা করে। তারা বটিয়াঘাটা থানাধীন াউনিয়াফাঁ গ্রামের
মল্লিকের মোড় এলাকায় পেঁৗছালে গ্রেফতারকৃত মিল্টন মন্ডলসহ ৪ জন তারে রাস্তা অবরোধ করে এবং মামুনকে মারপিট করে বিলের মধ্যে বেঁধে রেখে তার ব্যবহৃত ১টি ইয়ামাহা এফজেড ভি—২ মোটরসাইকেল, ১টি মোবাইল, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি ভোটার আইডিকার্ড ও নগ ১৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় বটিয়াঘাটা থানায় একটি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃতরে বিজ্ঞ আালতে প্রেরণ
করা হয়েছে। গ্রেফতারকৃত মিল্টন মন্ডল ও আফরোজা খাতুন বিজ্ঞ আালতে ফৌজারী কার্যবিধি ১৬৪ ধারায়
স্বীকারোক্তিমূলক জবানব›ী প্রান করেছে।
Leave a comment