খুলনা বিভাগের মাগুরা জেলাসহ বিভিন্ন জেলায় কঠোর লকডাউনে করোনায় কর্মহীনদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়।

    মাগুরা জেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের উদ্যোগে আজ (বুধবার) একশত উপকারভোগীর মাঝে একশত প্যাকেট শুকনা খাবার বিতরণ করা হয়।

    কুষ্টিয়া জেলা প্রশাসনের উদ্যোগে আজ (বুধবার) দুইশত উপকারভোগীর মাঝে এক লাখ ৭৫ হাজার টাকা এবং দুইশত ৫০ উপকারভোগী পরিবারের মাঝে ত্রাণ হিসেবে ২ দশমিক ৫ মেট্রিক টন চাল বিতরণ করা হয়। এছাড়া ৩৩৩ কল এর মাধ্যমে ১৫ পরিবারকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে।

খুলনা বিভাগের অন্যান্য জেলাগুলোতে অনুরূপ খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।