চলতি বোরো মৌসুমে খুলনা বিভাগ থেকে ১ লাখ ৪৪ হাজার ৩৩০ টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
গত বছর চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১,৫৪,৪০০ টন এবং ২০২২ সালে তা ছিল ১,৪৩,৭১৫ টন।
দেশব্যাপী বোরো ধান ও সিদ্ধ ধান সংগ্রহের অংশ হিসেবে, এটি ৭ মে শুরু হয়েছে যা ৩১ আগস্ট পর্যন্ত চলবে। ইতিমধ্যে সরকার খুলনা বিভাগের ১০টি জেলা থেকে খাদ্যশস্য সংগ্রহ করছে।
ধান সংগ্রহের পাশাপাশি সরকার একই সময়ে এই অঞ্চল থেকে ৬২,৯৯৩ টন বোরো ধানও কিনবে। গত বছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৫১,৬৮৪ এবং ২০২২ সালে তা ছিল ৮২,৫৯৫ টন।
আমাদের প্রতিনিধির সাথে আলাপকালে, খাদ্য সহকারী আঞ্চলিক নিয়ন্ত্রক মোঃ জহিরুল ইসলাম জাহাঙ্গীর জানান, তারা চলতি মৌসুমে প্রায় ১ লাখ ৪৪ হাজার টন সিদ্ধ চাল সংগ্রহ করবেন।
তিনি বলেন, বিভাগের সর্বত্র থেকে ধান সংগ্রহ চলছে যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার আশা জাগিয়েছে।
তিনি আরও বলেন, সরকার চলতি মৌসুমে এই বিভাগ থেকে ১ লাখ ৪৪ হাজার ৩৩০ টন সিদ্ধ চাল ও ৬২ হাজার ৯৯৩ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
প্রতি কেজি বোরো ধান ৪৫ টাকায় এবং বোরো ধান ৩২ টাকায় সংগ্রহ করা হচ্ছে।
বর্তমানে, উপকূলীয় অঞ্চল সহ সমগ্র অঞ্চলে সর্বশেষ কাটা বোরো ধানের বর্তমান বাজার মূল্যে কৃষকরা এখন খুবই সন্তুষ্ট।
নির্বাচিত কৃষকরা প্রত্যেকে সরকারি ডিপোতে বোরো ধান সরবরাহ করতে পারে এবং মিলাররা প্রতিটি বস্তায় ৩০ কেজি বা ৫০ কেজি সহ ডিপোতে সিদ্ধ চাল পৌঁছে দেবে। মেশিনের মাধ্যমে পরীক্ষা করে ধান ও চাল উভয়ই গোডাউনে মজুদ করা হবে।
এদিকে ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গত ৭ মে প্রধান অতিথি হিসেবে ফুলতলা উপজেলা খাদ্য ভান্ডারে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের কার্যত উদ্বোধন করেন।