খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে খুলনা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান (তৌহিদ), বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, অধ্যাপক ডাঃ বঙ্গকমল বসু, অধ্যাপক এম আবুল বাশার মোল্লা, প্রফেসর ড. সোবহান মিয়া, মোঃ নাসির উদ্দিন হালদার, মোঃ হাদিউজ্জামান, ডাঃ নুরুল হুদা জনি, প্রসেনজিৎ তালুকদার, অধ্যাপক ড. প্রকৌশলী মোঃ রাফিজুল ইসলাম, ডাঃ দীপঙ্কর নাগ, প্রতাপ কুমার বিশ্বাস, প্রকৌশলী মোঃ এজাজ মামুন, শেখ লুৎফুন নাহার পলাশী, আফরোজা খানম বীথি, ডাঃ নিরুপম মন্ডল, তালুকদার রাসেল মাহমুদ, প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, মোঃ মামনুল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, বঙ্গবন্ধু’র যোগ্য উত্তরসুরী জননেত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি শেখ হাসিনার দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন।