বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আক্রমণ থেকে সুরক্ষার জন্য সংবাদকর্মীদের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেছে খুলনা মহানগর বিএনপি ।
আজ সোমবার সকালে খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ উপস্থিত নেতৃবৃন্দের নিকট ১০০০পিস মাস্ক ও ৩৬ বোতল হ্যান্ড স্যানিটাইজার হস্তান্তর করেন খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
এ সময়ে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি শেখ আবু হাসান, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, যুগ্ম-সম্পাদক সোহরাব হোসেন, সহকারী সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, সদস্য দেবব্রত রায়, মিজানুর রহমান মিলটন, এ এইচ এম শামিমুজ্জামান, আনোয়ারুল ইসলাম কাজল, মাছুম বিল্লাহ, বাপ্পি খান, ইউজার সদস্য মো. রকিবুল ইসলাম মতি, মো. আজিজুল ইসলাম, নাজমুল হক পাপ্পু, মোঃ হেলাল মোল্লা, মোঃ সোহেল রানা, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, উপদেষ্টা জাফর উল্লাহ সাচ্চু, সহ-সভাপতি রেহানা ইসা, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ তারিকুল ইসলাম, সিরাজুল হক ন্নানু ও মোঃ মাহবুব কায়সার, বিএনপি নেতা মেহেদী হাসান দিপু, মহিবুজ্জামান কচি, হাসানুর রশীদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, বদরুল আনাম, শাহাবুদ্দীন মন্টু, সিরাজুল ইসলাম লিটন, জামাল উদ্দিন মোড়ল, জাহাঙ্গীর হোসেন, সেলীম বড় মিয়া, আকবর হোসেন, শামীম আশরাফ, কওসারী জাহান মঞ্জু ও শাহীন হোসেন প্রমুখ।