খুলনা রেলওয়ের ভূমি ব্যবহারকারীদের কাছ থেকে গত অর্থ বছরের চেয়ে এবছর ৯৫লাখ ৩৬হাজার ৮৬০ টাকা বেশী রাজস্ব আদায় করা হয়েছে। ২০২৩-২৪অর্থ বছরে বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের খুলনা ১৮নং কাচারী ৭কোটি ২৪লাখ ৮৩হাজার ৩২৬টাকা রাজস্ব আদায় করেছে। গত বছর আদায় ছিল ৬কোটি ২৯লাখ ৫৬হাজার ৪৬৬টাকা।
সূত্র জানিয়েছেন, ১৮নং কাচারীর আওতায় ২৩৭৫জন বানিজ্যিক ও ৫৭৭জন কৃষি লাইনেন্সধারী রয়েছেন। যারা রেলওয়ের ভূমি ব্যবহার করেন। এ ছাড়াও মৎস্য চাষের জন্য জলাশয় ব্যবহার করেন। এই সকল লাইসেন্সধারীদের কাছ থেকে সরকারী রাজস্ব আদায় করা হয়েছে। খুলনায় রাজস্ব আদায়ে সন্তোষ জনক।
নগরীর দৌলতপুর এলাকায় জনগণের সুবিধার্থে ও শোভাবর্ধনের লক্ষে সড়ক ও জনপথ বিভাগ ওভার ব্রিজ নির্মাণ করার পরিকল্পনা করছে। ফলে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলা হয়েছে। এখানে প্রায় শতাধিক ব্যবসায়ীর কাছে বাংলাদেশ রেলওয়ে ভূ- সম্পত্তি বিভাগের ১৮নং খুলনা কাচারীর ১কোটি টাকার রাজস্ব বকেয়া রয়েছে। এই ব্যবসায়ীরা ২০২০ সাল থেকে রাজস্ব প্রদান থেকে বিরতী রয়েছে। এই রাজস্ব পেলে আদায় আরো বৃদ্ধি পেতো। তবে কিছু কিছু ব্যবসায়ী পাওনা পরিশোধ করছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ পাবেন। এজন্য বাংলাদেশ রেলওয়ে সুপারিশ করবে। রেলওয়ের পাওনা পরিশোধ না করলে রেলওয়ে সুপারিশ করবেনা।
এদিকে বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগে ২০২৩-২৪ অর্থ বছরে ৮টি কাচারীর আওতায় রেলভূমি ব্যবহারকারী লাইসেন্সধারীদের কাছ থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১০৬কোটি ৩০লাখ। এখানে আদায় করা হয়েছে ২৭কোটি ৪০লাখ ৬৫হাজার ১৪৭ টাকা। আদায়কৃত টাকার মধ্যে রয়েছে বানিজ্যিক ৯কোটি ১৪লাখ ৩৬হাজার ১৮৫ টাকা, কৃষি ৩কোটি ৭৩লাখ ৩২৪টাকা, মৎস্য (জলাশয়) ৫১লাখ ৫৭হাজার ৭৫০ টাকা এবং অন্যান্য ৩কোটি ৯১লাখ ৮১হাজার ৯৭২টাকা। গত অর্থ বছরের চেয়ে এ বছর সরকারি রাজস্ব আদায় বেশী।
বাংলাদেশ রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগের খুলনা ১৮নং কাচারী ফিল্ড কানুনগো মো. মহসিন আলী জানান, সরকারি রাজস্ব আদায়ে সন্তোষ জনক। গত বছরে চেয়ে এ বছর বেশী। ব্যবসায়ীরা নিজেরা আগ্রহী হয়ে সরকারি রাজস্ব প্রদান করেছেন। দৌতলপুরের যে সকল ব্যবসায়ী সরকারি পাওনা পরিশোধ করবেনা বাংলাদেশ রেলওয়ে তাদের ব্যাপারে সুপারিশ করবেনা।
বাংলাদেশ রেলওয়ে পাকশি ডিভিশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. নুরুজ্জামান বলেন, সরকারি রাজস্ব আদায়ে সন্তোষ জনক। প্রতি বছর আদায়ের পরিমান বৃদ্দি পাচ্ছে।
Leave a comment