প্রেস রিলিজ

বাংলাদেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সারাদেশের পরিস্থিতি আবারও সংকটাপন্ন। আর এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের প্রিমিয়াম বিস্কিট ব্র্যান্ড বেকম্যান’স। আকিজ বেকার্স তার সদ্য বাজারজাতকৃত ব্যান্ড বেকম্যান’স এর ব্যানারে বেকম্যান’স করোনা ওয়ারিয়র্স ক্যাম্পেইন শুরু করেছে। বিগত দেড় মাস ধরে সারা বাংলাদেশে করোনা পরিস্থিতি বেশ উর্দ্ধমুখী। করোনাভাইরাসের নতুন ডেল্টা ভ্যারিয়েন্ট সারা বিশ্বের মতো বাংলাদেশেও হানা দেওয়ার ফলে সারা দেশেই বর্তমানে জনজীবন বিপযস্ত। এদিকে গত দুই-তিন দিন ধরে খুলনা বিভাগে করোনা শনাক্তের চেয়ে সুস্থ হওয়ার হার অনেক কম থাকায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ছে। আর তাই এমন পরিস্থিতিতে খুলনার জনগণের পাশে থাকতে বেকম্যান’স বেশ কিছু মহৎ উদ্যোগ গ্রহণ করেছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের দপ্তরে আজ সোমবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকিজ গ্রুপের চেয়ারম্যানসেখ নাসির উদ্দিন খুলনা সদর হাসপাতালে এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ টি করে মোট ৮টি High Flow Nasal Cannula machine ( সম্পূর্ণ সেট-আপ সহ) হস্তান্তর করেন। এছাড়াও ২ টি অ্যাম্বুলেন্স দিয়ে শহরের কোভিড রোগীদের খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা সদর হাসপাতালে ফ্রি সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে বলে জানান। ফ্রী এম্বুলেন্স সার্ভিস এর ফোন নাম্বার-01322514826/01322514829

এই মহৎ উদ্যোগটি সম্পর্কে আকিজ গ্রুপ এর মাননীয় চেয়ারম্যান জনাব সেখ নাসির উদ্দিন বলেন, “ আকিজ গ্রুপ সব সময়ই দেশের মানুষের পাশে থেকেছে। জনগনের সুচিকিৎসা নিশ্চিতে, করোনার এই মহামারীর সময়ে আমাদের এই প্রচেষ্টা কিছুটা হলেও মানুষের সাহায্যে আসবে বলে আশা করছি”। তিনি আরও বলেন “দেশের মানুষের সাথে বেকম্যান’স করোনা ওয়ারিয়র্স-রাও আছে পাশে।”

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল, প্রফেসর ডাঃ আব্দুল আহাদ এই মেশিনের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীরা কিভাবে উপকৃত হবেন তা বক্তব্য তুলে ধরেন।

 খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল, প্রফেসর ডাঃ মেহেদি নেওয়াজ এই হাইফ্লো নেজল কেনেলা মেশিন – একজন সংকটাপূর্ণ রোগীর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা ব্যখ্যা করেন।

জেলা প্রশাসক খুলনা, জনাব মনিরুজ্জামান তালুকদার এবং সিভিল সার্জন খুলনা, জনাৰ নিয়াজ মোহাম্মদ এই বিপদে এগিয়ে আসার জন্য আকিজ গ্রুকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডি এ বাবুল রানা, সাধারণ সম্পাদক, খুলনা মহানগর আওয়ামীলীগ, এস এম জাহিদ হোসেন,সভাপতি, খুলনা প্রেসক্লাব, হাসান আহমেদ মোল্লা, সাধারন সম্পাদক, খুলনা প্রেসক্লাব, এস এম নজরুল ইসলাম, সাবেক সভাপতি, খুলনা প্রেসক্লাব, মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সভাপতি, খুলনা সাংবাদিক ইউনিয়ন, জেসমিন সুলতানা, ম্যানেজার, পাবলিক রিলেশন, (আকিজ জুট মিলস লিমিটেড) । আরো উপস্থিত ছিলেন আকিজ বেকার্স এর অন্যান্য উর্ধতন কর্মকর্তাবৃন্দ ।

অনুষ্ঠান শেষে আকিজ গ্রুপ এর মাননীয় চেয়ারম্যান জনাব সেখ নাসির উদ্দিন খুলনা প্রেসক্লাব পরিদর্শণ করেন।  এ সময়ে তিনি প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।