আধুনিক ক্যানসার চিকিৎসা এখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে করা যাবে। বিশ্বখ্যাত আইসোটোপবিহীন ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপিতে সাশ্রয়ী খরচে ক্যানসার চিকিৎসা করা যাবে এ হাসপাতালে। এতে মোট খরচ লাগবে মাত্র ১২ হাজার টাকা।
বিশ্ব ক্যানসার দিবস উপলক্ষে শনিবার (৫ ফেব্রুয়ারি) এক সেমিনারের এসব তথ্য তুলে ধরা হয়। এতে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এসময় ক্যানসার চিকিৎসার নতুন দিগন্তের নানা দিক তুলে ধরে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি মূল প্রবন্ধে জানায়, প্রচলিত ব্রাকিথেরাপিতে ক্যানসার টিস্যুর ভেতর সোর্স দিয়ে ক্যান্সারের চিকিৎসা করা হয়। এগুলো রেডিওনিউক্লিয়াইড হিসেবে পরিচিত। এই সোর্সগুলি খুব উচ্চমাত্রার বিকিরণ ঘটায়। সম্প্রতি গবেষণায় প্রকাশ পেয়েছে যে উচ্চমাত্রার বিকিরণের ফলে কম করে হলেও ৫০০টি দুর্ঘটনা ঘটেছে এবং তাতে প্রাণহানিও ঘটছে। রেডিওঅ্যাক্টিভ সোর্স ব্যবহারের ভিত্তি করে ব্রাকিথেরাপি দুরকম। একটি প্রচলিত রেডিওনিউক্লিয়াইড যুক্ত। অন্যটি রেডিওনিউক্লিয়াইড় মুক্ত বিকিরণ নিরাপদ ইলেক্ট্রনিক ব্রাকিথেরাপি যা ক্যানসার চিকিৎসায় নিরাপত্তা ও কার্যকরিতায় নব দিগন্ত উন্মাোচন করেছে।
সভাপতির বক্তব্য ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ক্যানসার হলে একজনের মৃত্যু ঘটে না, পুরো পরিবারের মৃত্যু ঘটে। জায়গা জমি বিক্রি করে দিতে হয়। চিকিৎসা ব্যায়ের তুলনায় সাময়িক নিরাময় হলেও পূর্ণাঙ্গ নিরাময় হয় না। আগে ক্যানসার চিকিৎসার পদ্ধতি অনেকটা জটিল ছিল কিন্তু বর্তমানে নতুন প্রযুক্তিতে যে মেশিন আবিষ্কার হয়েছে সেটাই ক্যানসার চিকিৎসা সহজ হয়েছে। নতুন এই মেশিনে কোনও সোর্স ব্যবহার করতে হয় না। ডিস্পোজালের ঝামেলা নেই। সময় কম লাগে। এটা বাংলাদেশের প্রথম মেশিন। আমাদের গণস্বাস্থ্য হাসপাতালে কেমোথেরাপির ব্যবস্থা আছে, সার্জিক্যাল অনকোলজির ব্যবস্থা আছে, এখন তো ব্রেকিথেরাপির ব্যবস্থাও আছে এবং আমাদের এখানে বোনমেরো রিপ্লেসমেন্টের ব্যবস্থাও নিয়েছি।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য দেন, গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যানসার বিভাগের কোওর্ডিনেটর ডা. সামিম উল মওলা, প্রেজেন্টেশন উপস্থাপন করেন গণস্বাস্থ্য নগর হাসপাতালে ক্যানসার বিভাগের প্রধান অধ্যাপক ডা. খোরশেদ আলম। এতে আরও বক্তব্য রাখেন, জাতীয় ক্যানসার ইনস্টিটিউট সাবেক পরিচালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যানসার বিভাগের উপদেষ্টা অধ্যাপক ডা. এম এ হাই, জাতীয় ক্যানসার ইনস্টিটিউট সহযোগী অধ্যাপক হাবিবউল্লাহ তালুকদার রাসকিন, বাংলাদেশ হেলথ রিপোর্টারস ফোরামের সভাপতি রাশেদ রাব্বি, ইতালি থেকে জুমে অংশ নেন দক্ষিণ এশিয়ার জপ্টের প্রধান পিয়ারে ফ্রান্সেসকো, গণস্বাস্থ্য কেন্দ্রের কার্ডিওলজি বিভাগের সহযোগি অধ্যাপক সাইদ-উজ জামান অপু প্রমুখ।
পিএসএন/এমঅাই