সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ায় বেড়েছে ভ্যাপসা গরম। বর্তমানে দেশের সাত বিভাগের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। এ অবস্থার মধ্যে এক পশলা বৃষ্টির আশায় রয়েছে গরমে হাঁপিয়ে ওঠা জনজীবন। শুক্রবার আবহাওয়া অধিদপ্তর বলছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। লঘুচাপ হলে আজ শনিবার থেকে কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বৃষ্টি না হওয়া পর্যন্ত গরম কমবে না। এখন উপকূলের দুয়েক জায়গায় বৃষ্টি হচ্ছে। তবে তা খুবই অল্প। গরম কমতে সারাদেশে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে।
তিনি আরও জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে বাড়তে পারে বৃষ্টিপাত।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস নেত্রকোনায় রেকর্ড করা হয়েছে। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া অন্যান্য স্থানেও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।