গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানের শিকার আল শিফা হাসপাতাল প্রাঙ্গণে আরও একটি গণকবর শনাক্ত হয়েছে। গাজার স্বাস্থ্যকর্মীরা বুধবার সেখান থেকে ৪৯টি মরদেহ উদ্ধার করেছেন।
আল শিফা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান মোতাসসেম সালাহ সাংবাদিকদের বলেন, হাসপাতালের ভেতরে তৃতীয় গণকবর পাওয়া গেছে।
গাজা উপত্যকায় হামাস শাসিত সরকারের গণমাধ্যম শাখা এক বিবৃতিতে জানায়, আল শিফা হাসপাতাল প্রাঙ্গণের ওই স্থানটি থেকে কমপক্ষে ৪৯টি মরদেহ উদ্ধার হয়েছে। বিবৃতিতে অভিযোগ করা হয়, ইসরায়েল হাসপাতালের ভেতরে ও বাইরে হত্যাকাণ্ড চালিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পরই গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর ইসরায়েলি সেনাবাহিনী বারবার আল শিফা হাসপাতালসহ গাজা উপত্যকার বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে হামলা করেছে।
ইসরায়েলের অভিযোগ, হামাস হাসপাতালগুলোকে ব্যবহার করছে। তবে হামাস বারবার এ অভিযোগ অস্বীকার করে আসছে।
গত মাসে এই হাসপাতাল প্রাঙ্গণের দুটি গণকবর থেকে প্রায় ৩০টি মরদেহ উদ্ধার হয়েছিল। এ পর্যন্ত গাজার বিভিন্ন হাসপাতালের ৭টি গণকবর থেকে ৫২০টি মরদেহ উদ্ধার হয়েছে।