ম্যাচের আগে অধিনায়ক বদল করল সিলেট সানরাইজার্স। মোসাদ্দেক হোসেনের জায়গায় নেতৃত্ব পেলেন রবি বোপারা। এমন দিনে ইংলিশ অলরাউন্ডার বল টেম্পারিং করে ধরা পড়লেন। যে কারণে ৫ রান পেনাল্টি দিতে হলো। ঘটনাবহুল ম্যাচটা খুলনা টাইগার্স জিতে নিল ১৫ রানে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার দিনের দ্বিতীয় ম্যাচে খুলনার দেওয়া ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৬৭ রানে থামে সিলেটের ইনিংস।
শেষ ওভারে ৩৬ রানের সমীকরণ দাঁড়ায় সিলেটের সামনে। কামরুল ইসলামের করা ওভারের প্রথম তিন বলে ছক্কা হাঁকিয়ে উত্তেজনা জাগান আলাউদ্দিন বাবু। তবে পরের তিন বলে আর মাত্র ২ রান নিতে পারে সিলেট। ফলে হার নিয়ে মাঠ ছাড়ে দলটি।
৭ ম্যাচ খেলা সিলেটের এটি পঞ্চম হার। বিপরীতে একটি ম্যাচ জিতেছে তারা, অন্যটি পরিত্যক্ত হয়। ৩ পয়েন্ট নিয়ে ছয় দলের আসরে সবার নিচে দলটি। অন্যদিকে খুলনা ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে ফরচুন বরিশাল। ৭ ম্যাচে ৪ জয়ে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
পিএসএন/এমঅাই