টানা কয়েকদিনের বাড়ি ফাঁকা থাকলে দখলে নেয় মাকড়সা। আপন মনে ঘর বুনে ঘরের আনাচে কানাচে। আর ঘরে ফিরেই যদি মাকড়সার জাল দেখতে পান, তবে বিগড়ে যেতে পারে মেজাজ। আর এবারের প্রতিবেদন কীভাবে একগুঁয়ে মাকড়সা থেকে মুক্তি পাবেন নিমেষেই।
তাহলে দেরি না করে চলুন জেনে নেওয়া যাক।
ঘরের দেয়ালে ও জানালায় মাকড়সার জাল চোখে পড়া একটি সাধারণ সমস্যা। এই সমস্যার কারণে ঘর দেখতে যেমন খুব নোংরা লাগে, তেমনি রয়েছে নানান স্বাস্থ্য সমস্যাও। লম্বা লম্বা জালগুলো শুধু ঘরের সৌন্দর্যই নষ্ট করে না, মেজাজও বদলে দেয়।
এই সমস্যা থেকে মুক্তি পেতে অবলম্বন করতে পারেন কিছু ঘরোয়া উপায়।
ঘর থেকে মাকড়সার জাল পরিষ্কার করতে চাইলে প্রথমেই মাকড়সাটিকেই সরিয়ে ফেলতে হবে। জাল পরিষ্কার করার সময় খেয়াল রাখবেন যাতে কোনো মাকড়সা না থাকে। নয়তো এটি পালিয়ে গিয়ে অন্য কোথাও লুকিয়ে আবার জাল তৈরি করতে শুরু করবে।
বাজারে মাকড়সা মারার ওষুধও পাওয়া যায়। যা ছিটিয়ে দিলেই আর কখনোই ঘরে দেখা যাবে না মাকড়সা।
তামাকের গন্ধ মাকড়সা সহ্য করতে পারে না। ঘরের কোনায় তামাক রাখলে এর তীব্র গন্ধের কারণে ঘরের দেয়াল ও জানালায় আর মাকড়সা দেখা যাবে না।
ঘরে লেবু ও কমলার খোসা রাখলেও এগুলোর তীব্র গন্ধে পোকামাকড়ও পালিয়ে যায়।
সাদা ভিনেগার দিয়ে মাকড়সা থেকে মুক্তি পেতে পারেন এবং ঘরের জাল মুক্ত রাখতে পারেন। একটি স্প্রে বোতলে সাদা ভিনেগার ঢালুন এবং যেখানে মাকড়সার জাল দেখতে পাবেন সেখানে স্প্রে করুন।
মাকড়সা এর তীব্র গন্ধ পছন্দ করে না।একটি বোতলে লেবুর রস রাখুন। যেখানেই মাকড়সার জাল দেখবেন সেখানেই স্প্রে করুন। মাকড়সা আর জাল বানাতে আপনার ঘরে আসবে না।
মাকড়সার জাল কমাতে পেপারমিন্ট তেল স্প্রে করতে পারেন। এটি জলে মিশিয়ে একটি স্প্রে বোতলে রাখুন এবং যেখানেই মাকড়সা দেখবেন সেখানে স্প্রে করুন।
ছুটির দিনে ঝাড়ু বা নেট ক্লিনার ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘর, বসার ঘর, রান্নাঘর, বাথরুম পরিষ্কার করতে পারেন। এতে করে দেয়াল ও জানালাও পরিষ্কার হবে।
রসুনের জল স্প্রে করেও মাকড়সা থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য রসুনের কয়েক কোয়া পিষে নিন। এবার জলে মিশিয়ে জানালা ও দেয়ালে স্প্রে করুন। রসুনের গন্ধে মাকড়সা আর ফিরে আসবে না।