জাতীয় সংসদে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে এবং দেশের অর্থনীতির সার্বিক স্থিতিশীলতাসহ নিত্যপণ্যের মূল্যস্ফিতি হ্রাসের প্রতি প্রাধান্য দিয়ে ২০২৪-২০২৫ অর্থবছরের গণমুখী বাজেট পেশ হওয়ায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান’কে অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে সিটি মেয়র বলেন, ঘোষিত বাজেটে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি আভ্যন্তরীণ উৎপাদনকে উৎসাহিত করতে কৃষি ক্ষেত্রে পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে যা আপামর জনসাধারণের জীবন জীবিকার পথকে সুগম করবে। এছাড়া এডিপিসহ শিল্প খাতেও পর্যাপ্ত বরাদ্দ রাখা হয়েছে যা দারিদ্র বিমোচনসহ কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা বেষ্টনি গড়ে তুলতে সহায়ক হবে। সর্বোপরি বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয়কে বিবেচনায় রেখে ঘোষিত বাজেটে দেশের কাক্সিক্ষত উন্নয়ন ও অগ্রগতি ত্বরান্বিত হবে বলে সিটি মেয়র আশাবাদ ব্যক্ত করেন।