আবু ধাবিতে ৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে কনুইয়ের ইনজুরিতে পড়েন টেম্বা বাভুমা। দলের সঙ্গে বাংলাদেশ সফরে আসলেও আগেই জানিয়ে দেওয়া হয়েছিল প্রথম টেস্টে তিনি খেলতে পারবেন না। এবার দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের কোচ সুরকি কোনরাড জানালেন, দ্বিতীয় টেস্টেও খেলা হবে না এই টপ অর্ডার ব্যাটারের।
শুক্রবার সংবাদ সম্মেলনে কোনরাড বলেন, ‘আমাদের মনে হয়েছে, দ্বিতীয় টেস্ট খেলার জন্য এখনো বাভুমা প্রস্তুত নন। আমরা তার সেরে ওঠার প্রক্রিয়া চালিয়ে যাবো, যাতে তাকে শ্রীলঙ্কা সিরিজে পাওয়া যায়। সে আমাদের সেরা টেস্ট ব্যাটার। সুতরাং এটা দলের জন্য একটা ধাক্কা। কিন্তু আমরা এসব বাধা মোকাবিলা করতে প্রস্তুত, সেটা আমরা প্রমাণ করেছি।’
বাভুমার অনুপস্থিতিতে ঢাকা টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন এইডেন মার্করাম। চট্টগ্রাম টেস্টেও দলের অধিনায়কত্ব করবেন ডানহাতি এই ব্যাটার। ঢাকা টেস্টে বাভুমার জায়গায় মিডল অর্ডারে ম্যাথু ব্রিটজেকের অভিষেক হয়। দ্বিতীয় টেস্টেও একইরকম ব্যাটিং অর্ডার রাখতে পারে দক্ষিণ আফ্রিকা।
চট্টগ্রামে ২৯ অক্টোবর শুরু হওয়া টেস্ট দলের সঙ্গে বাভুমা থাকবেন নাকি পরিবারের কাছে ফিরে যাবেন তা নিশ্চিত নন প্রোটিয়া কোচ কনরাড। তিনি জানান, তার চাওয়া বাভুমা দলের সঙ্গে থাকুক। তাতে তার উন্নতি কাছ থেকে দেখা যাবে। এছাড়া না খেললেও দলের ওপর টপ অর্ডার ব্যাটার ও অধিনায়ক বাভুমার প্রভাব আছে বলে উল্লেখ করেন তিনি। তবে দেশে বাভুমার নতুন সংসার আছে, সেটাও মাথায় রাখছেন কোচ।
বাভুমা দেখের জার্সিতে ৫৯ টেস্ট খেলেছেন। তবে ১০১ ইনিংসে মাত্র দুটি সেঞ্চুরি পেয়েছেন তিনি। তবে এই সময়ে তার ২১টি হাফ সেঞ্চুরিতে দেশের অন্যদের চেয়ে এগিয়ে তিনি। ২০১৪ সালে অভিষেকের পর ডেন এলপারের পরে সর্বোচ্চ রান করেছেন তিনি। বর্তমান ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে গড় ভালো কেবল ডেভিড বেডিংহামের।