রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় শেরেবাংলা নগর থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ১৭ আগস্ট দিনগত রাতে এই মামলাগুলো হয়।
শেরেবাংলা নগর থানার (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ জানান, মেট্রোরেল কর্তৃপক্ষ দু’টি এবং পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।
পুলিশ বাদীর মামলা নম্বর ২৬। এ মামলায় নাম উল্লেখ করে ১৫৩ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে গ্রেফতার করা হয়েছে ৪৭ জনকে। গ্রেফতার বিএনপির নেতাকর্মীদের আদালতে পাঠানো হয়েছে।
আর মেট্রোরেল কর্তৃপক্ষের দু’টি মামলায় অজ্ঞাত ৮০ থেকে ৯০জনকে আসামি করে মামলা হয়েছে। সেই মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার নেই।
মঙ্গলবার ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের জন্য চন্দ্রিমা উদ্যানে সামনে জড়ো হন ঢাকা মহানগর বিএনপির নবগঠিত দুই কমিটির নেতৃত্বের সঙ্গে কয়েক হাজার কর্মী। সে সময় পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেঁধে যায়। বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত হন অর্ধশতাধিক।