রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের ১৩তম ও বাজেট অধিবেশনে পাস হওয়া চারটি আইনে স্বাক্ষর করেছেন।
রাষ্ট্রপতি আজ বৃহস্পতিবার (২৪ জুন) এ আইনগুলোতে স্বাক্ষর করেন। ফলে আজ থেকে নতুন চারটি আইন কার্যকর হলো।
জাতীয় সংসদের যুগ্ম-সচিব মো. তারিক মাহমুদ এ তথ্য জানিয়েছেন।
জাতীয় সংসদে পাস হওয়া চারটি বিল হলো—নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২১; আয়োডিনযুক্ত লবণ বিল, ২০২১; হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল, ২০২১ এবং শিশু দিবাযত্ন কেন্দ্র বিল, ২০২১।