আইপিএলের চলতি মৌসুমের বাকিটা চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন এমএস ধোনি। দলটির কোচ স্টিফেন ফ্লেমিং সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ফ্লেমিং বলেন, ‘আমাদের হাতে বেশ কিছু অপশন ছিল। তাদের কাউকে পিছিয়ে রাখার মতো নয়। তবে ধোনি নেতৃত্ব নিতে যেহেতু প্রস্তুত তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। ধোনি পরিস্থিতি বুঝতে পেরেছেন এবং প্রস্তাবে রাজি হয়েছেন।’
গত মৌসুম থেকে চেন্নাইয়ের অধিনায়ক ছিলেন ঋতুরাজ গাইকোয়াড়। এবারও তাকেই দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু কনুইয়ের ইনজুরিতে আইপিএলের পুরো মৌসুম শেষ হয়ে গেছে তার। যে কারণে নেতৃত্বভার দেওয়া হয়েছে অভিজ্ঞ ধোনির কাঁধে।
ধোনি শেষবার ২০২৩ সালের আইপিএলের ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে চেন্নাই টুর্নামেন্টের পঞ্চম শিরোপা ঘরে তোলে। এর আগেও একবার নেতৃত্ব ছেড়েছিলেন ভারতকে ওয়ানডে, টি-২০ বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো ধোনি। সেবার রবীন্দ্র জাদেজা ব্যর্থ হওয়ায় পুনরায় অধিনায়কের ভার ধোনির কাঁধে আসে।
চলতি মৌসুমে চেন্নাই পয়েন্ট টেবিলে বাজে অবস্থানে আছে। পাঁচ ম্যাচের মাত্র একটিতে জেতায় দশ দলের লড়াইয়ে নয়ে আছে সিএসকে। নতুন করে নেতৃত্বভার পাওয়া ধোনির চেন্নাই আগামীকাল শুক্রবার কেকেআরের মুখোমুখি হবে।
এর আগে ধোনির নেতৃত্বভার নেওয়া উচিত বলে মন্তব্য করেন সৌরভ গাঙ্গুলি, ‘আমি জানি না, চেন্নাই ম্যানেজমেন্ট কী ভাবছে, তবে ধোনি যেহেতু খেলছে, তার যে অভিজ্ঞতা, অবশ্যই তার অধিনায়কত্ব করা উচিত। সে খেলাটা এতো ভালো বোঝে যে, চেন্নাইয়ের জন্য যেটা ভালো সেটাই করবে।’
এবারের আইপিএলে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে গুজরাট টাইটান্স। দুইয়ে আছে দিল্লি ক্যাপিটালস। বিরাট কোহলিদের দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আছে তিনে। সমান ম্যাচ খেলে সমান জয় নিয়ে চারে আছে পাঞ্জাব। পয়েন্ট টেবিলের লড়াই জমিয়ে রেখেছে লক্ষ্নৌও। তবে গত আসরের চ্যাম্পিয়ন কেকেআর ৫ ম্যাচের দুটিতে জিতে ছয়ে আছে।