ব্যাপক জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটির হালনাগাদ সংস্করণ “জিপিটি-৪ও” উন্মুক্ত করেছে প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআই।
সোমবার (১৩ মে) নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে ব্যবহারকারীদের জন্য খুশির খবর হলো- চ্যাটজিপিটির এই হালনাগাদ সংস্করণটি ব্যবহার করা যাবে বিনামূল্যে।
এর আগে, “জিপিটি-৩.৫” সংস্করণ বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকলেও পরের হালনাগাদ সংস্করণটি (জিপিটি-৪) সংস্করণ ব্যবহারে গুণতে হয়েছে অর্থ।
ওপেনএআই জানিয়েছে, “জিপিটি-৪ও” আগের সংস্করণ “জিপিটি-৪”-এর মতোই বুদ্ধিমত্তাসম্পন্ন। যদিও এটি আগের সংস্করণের চেয়ে অনেক দ্রুত কাজ করতে পারে।
এই সংস্করণ বিভিন্ন টেক্সট ফরম্যাট, ভিশন ও অডিও মাধ্যমে কাজ করতে পারে। এমনকি সরাসরি কণ্ঠ অনুবাদও করতে পারে এই সংস্করণ।
২০২২ সালের নভেম্বরে চ্যাটজিপিটি বাজারে এনে তাক লাগিয়ে দেয় ওপেনএআই। প্রযুক্তির জগতে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দেয় এই প্রতিষ্ঠানটি।