খুলনা জেলায় করোনা বৃদ্ধির কারণের আজকে থেকে শুরু হয়েছে ৭ দিনের লকডাউন। লকডাউনের প্রথম দিনে আজকে অধিকাংশ রাস্তাই ছিল ফাকা ও রাস্তায় বেশ তৎপর ছিল আইনশৃঙ্খলারক্ষাকারী বিভিন্ন সংস্থা। রাস্তায় ছিলোনা কোন গণপরিবহন ও মানুষজন ছিল তুলনামূলক কম। শিববাড়ি, ময়লাপোতা ও ডাকবাংলার মত ব্যস্ত রোডগুলায় চলাচল সীমিত করার জন্য এগুলোকে করা হয় একমুখী। রাস্তায় কিছু রিক্সা চললেও ভাড়া ছিলো স্বাভাবিকের থেকে বেশি এবং এদের চলাচল ছিল অলিগলির ভেতরেই সীমাবদ্ধ। সব দোকানপাট বন্ধ থাকলেও হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার গুলা ছিল রুগীদের ভিড়। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের অবস্থান ও টহল ছিল চোখে পরার মত।
দুপুর ২ টার আগ পর্যন্ত শহরের অবস্থা :












দুপুরের পর :























