বড় ধরনের দুর্ঘটনার শিকার হয়েছেন লামিনে ইয়ামালের বাবা মুনির নাসরাউই। বার্সেলোনার কাছে একটি পার্কিং লটে তাকে ছুরিকাঘাত করেছেন দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনকে ঘটনাটি নিশ্চিত করেছে স্প্যানিশ পুলিশ।বার্সেলোনা থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো শহরে ছুরিকাঘাত করা হয় মুনিরকে। স্থানীয় সময় বুধবার রাত ৯টা ১০ মিনিটের দিকে পুলিশ ডাকা হয় বলে প্রতিবেদনে জানিয়েছে ইএসপিএন।বিভিন্ন ধরনের আঘাতের চিহ্ন থাকলেও সেগুলো জীবনের জন্য হুমকিস্বরূপ মনে হয়নি। এখন হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন ইয়ামালের বাবা।
এই হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। চতুর্থ সন্দেহভাজনকে ধরার চেষ্টায় আছে পুলিশ।এবারের ইউরোতে স্পেনের হয়ে আলো ছড়ান ১৭ বছর বয়সী ইয়ামাল। দলটির রেকর্ড চতুর্থ শিরোপা জয়ের পথে বড় অবদান রাখেন বার্সেলোনার এই তরুণ। ছেলের এই অর্জন কদিন আগে উদযাপন করেছিলেন মুনির।
জার্মানিতে অনুষ্ঠিত ইউরোতে স্পেনের শুরুর একাদশের নিয়মিত সদস্য ছিলেন ইয়ামাল। ফ্রান্সের বিপক্ষে সেমি-ফাইনালে গুরুত্বপূর্ণ সময়ে চোখধাঁধানো এক গোল করেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে নিকো উইলিয়ামসের গোলে অ্যাসিস্ট করেন এই ফরোয়ার্ড।দুর্দান্ত পারফরম্যান্সে টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের পুরস্কার জেতেন ইয়ামাল।