ঢালিউড কিংবা টলিউড—রূপালি মঞ্চে রূপ লাবণ্য ছড়ানো এক অভিনেত্রী জয়া। যার অভিনয় দেখে মন্ত্রমুগ্ধ দর্শক বাহবা দিতে মোটেও কার্পণ্য করেন না। বরং সিনেমা হল থেকে বেরোনো দর্শকের চোখে জয়া লেগে থাকেন ঘরে ফেরা অবধি।
দর্শকের মন জয় কর নেওয়া জয়ার আজ (১ জুলাই) জন্মদিন। জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন জয়া। অনুরাগী থেকে শুরু করে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। নিজের জন্মদিনে সোশ্যাল হ্যান্ডেলে একটি পোষ্ট দিয়েছেন জয়া। সেখানে উঠে এসেছে জীবন ও সমাজের কলঙ্কের কথা।
একটি ভিডিও প্রকাশ করেছেন জয়া। ক্যাপশনে লিখেছেন, ‘চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? উত্তর নিয়ে আসছে #OCD এবার প্রাণপণে সরাবে জঞ্জাল!’
কৌতূহলী মনে অনেক প্রশ্ন জাগতে পারে। তবে এতদূর ভাবার প্রয়োজন নেই। কেননা জন্মদিনে প্রকাশ্যে এসেছে জয়ার নতুন সিনেমা ‘ওএসডি’র প্রথম ঝলক। সেটি শেয়ার করেই এমন ক্যাপশন দিয়েছেন অভিনেত্রী।
ছবিটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। এর আগে এ পরিচালকের ‘ভূতপরী’ ছবিতে দেখা গেছে জয়াকে। জানা গেছে, এ ছবি মুক্তির আগেই ‘ওসিডি’ নিয়ে পরিকল্পনা শুরু হয়। জয়ার পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অনসূয়া মজুমদার, কৌশিক সেন, অজলুর রহমান বাবুর মতো অভিনেতা।