অস্ট্রেলিয়ায় মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে বড় জয়ে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে শুরুটা দুর্দান্ত করেছিল বাংলাদেশ হাই পারফরম্যান্স ইউনিট (এইচপি)। তবে জয়ের ধারা অব্যাহত রাখতে ব্যর্থ হয়েছে আফিফ-আকবররা। নিজেদের দ্বিতীয় ম্যাচে তাসমানিয়ার বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ এইচপি। আগে ব্যাট করে আকবর আলীর দল ৫ উইকেটে ১৬৬ রান করে। জবাবে তাসমানিয়া ইনিংসের ৩ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পায়।
তাসমানিয়ার বিপক্ষে দুর্দান্ত সূচনা এনে দেন দুই ওপেনার জিশান আলম ও তানজিদ হাসান তামিম। দলীয় ৭৩ রানে তানজিদের বিদায়ে ভাঙে এই জুটি। জাতীয় দলের ওপেনার চারটি চারে করেন ২৮ রান। নবম ওভারের পরের বলে সাজঘরের পথ ধরেন জিশানও। এর আগে তার ব্যাট থেকে আসে ২৩ বলে ৩৮ রানের ইনিংস। ৩টি ছক্কার পাশাপাশি মারেন দুটি চার।
আফিফ হোসেন আউট হন ১০ রান করে। তবে আগের ম্যাচে ফিফটি করা পারভেজ হোসেন ইমন আরও একবার ব্যাট হাতে জ্বলে ওঠেন। ইনিংসের শেষ পর্যন্ত থেকে যান অপরাজিত। ২৯ বলে করেন ৩৯ রান। অন্য ব্যাটাররাও যথাসাধ্য অবদান রাখেন। এর মধ্যে উল্লেখযোগ্য অধিনায়ক আকবর আলির ২০ রানের ক্যামিও। ২৫ রান দিয়ে দুই উইকেট শিকার করেন তাসনামিয়ার পেসার গ্যাবে বেল।
রান তাড়ার শুরুতে এইচপি দলের স্পিনের সামনে হোঁচট খেলেও চার্লি ওয়াকিম ও জ্যাক ডোরানের সৌজন্যে ঘুরে দাঁড়ায় তাসমানিয়া। তবে আকবর আলীদের বিপক্ষে ঝোড়ো ইনিংস খেলেন ডোরান। বিস্ফোরক ব্যাটিংয়ে ৩৭ বলে ৭১ রান করেন তিনি। অপরাজিত ইনিংসটিতে ৪টি চার ও ৩টি ছক্কা ছিল। শেষের দিকে রাফায়েল ম্যাকমিলান ৯ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন। এইচপি দলের বাঁহাতি স্পিনার রাকিবুল ৩.৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।