জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদসহ পাঁচ সদস্য পদত্যাগ করেছেন।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং এর সদস্যরা একযোগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেন।
পদত্যাগ করা সদস্যরা হলেন, বর্তমান কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা, সদস্য মো. আমিনুল ইসলাম, সদস্য কংজরী চৌধুরী, সদস্য ড.বিশ্বজিৎ চন্দ এবং সদস্য ড. তানিয়া হক।