হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আজ (রবিবার) সকালে খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষ থেকে অনলাইনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন আয়োজিত এই আলোচনা সভায় প্রধান অতিথি (অনলাইনে) ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব ও বাংলাদেশ একে অন্যের পরিপূরক। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো শোষণমুক্ত বাংলাদেশ গড়া। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় জাতির পিতা দীর্ঘ আন্দোলন ও সংগ্রাম করেছেন। তাঁরই নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
জেলা প্রশাসকের সম্মেলনকক্ষ ও অনলাইনে যুক্ত হয়ে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, কেএমপির পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ ও পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএম বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবীর, অধ্যাপক আনোয়ারুল কাদির প্রমুখ বক্তৃতা করেন।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণের চেক বিতরণ করা হয়।