প্যারিস অলিম্পিকে ইতিহাস গড়লেন পাকিস্তানের আরশাদ নাদিম। প্রথম পাকিস্তানি হিসেবে অলিম্পিক থেকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেন। এতদিন পাকিস্তান যা সোনা পেয়েছিল, সব হকি থেকে। নাদিম অ্যাথলেটিক্স থেকে পাকিস্তানকে সোনা দিলেন।
৯২.৯৭ মিটার পেরিয়ে নতুন অলিম্পিক রেকর্ডও গড়েছেন আরশাদ, ভেঙেছেন ২০০৮ সালে বেইজিংয়ে নরওয়ের আন্দ্রেয়াস থরকিল্ডসেনের (৯০.৫৭ মিটার) রেকর্ড।
টোকিও অলিম্পিকে পঞ্চম হওয়ায় নাদিম এবার সোনা জিততে পেছনে ফেলেছেন ভারতের নীরজ চোপরাকে। টানা দ্বিতীয় অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নেমেছিলেন টোকিও অলিম্পিকের সোনাজয়ী। তবে ৮৯.৪৫ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করে রুপাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। আর ৮৮.৫৪ মিটার থ্রো করে ব্রোঞ্জ জিতেছেন গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স।
সোনা জয়ের পর পাকিস্তানের ২৭ বছর বয়সী অ্যাথলেট বলেছেন, ‘আমি আরো ভালো কিছুর (বেশি দূরত্ব) প্রত্যাশা ও আশা করেছিলাম। তবে ৯২.৯৭ মিটারে আমি খুশি। এটি আমাকে সোনা এনে দিয়েছে। সোনা জয়ের কৃতিত্ব আমার কোচকে দিবো। অলিম্পিকে সেরা হতে তিনি আমাকে সহায়তা করেছেন।’