সংবাদ বিজ্ঞপ্তি
ঝালকাঠি জেলার সকল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের মেম্বরগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঝালকাঠি জেলা কল্যাণ সমিতি খুলনার উপদেষ্টা ও নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর পাশাপাশি ভবিষ্যত কর্মজীবনের সফলতা কামনা করেছেন।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বিবৃতিতে বলেন, আশাকরি নবনির্বাচিত এ সব জনপ্রতিনিধিদের আদর্শ ও দায়িত্ব দিয়ে আধুনিক ও উন্নয়নমূখি ঝালকাঠি গড়তে সাধারণ জনগণ ও সরকারের উন্নয়নে সহযোগী সৈনিক হিসেবে কাজ করবেন।
বিবৃতিদাতারা হলেন-সমিতির উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মো. মোজাম্মেল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক মো. আবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল কাদের বেগ, নির্বাহি প্রকৌশলী মো. লিয়াকত আলী খান, দৈনিক শতকণ্ঠের সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. মোয়াজ্জেম হোসেন, সমিতির সভাপতি সৈয়দ মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি আলহাজ¦ মো. রুস্তুম আলী হাওলাদার, মু. শাহ আলম, আলহাজ্ব মো. শাহাদাৎ হোসেন, আলহাজ্ব মো. কামাল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক আলহাজ্ব এ এস এম মনিরুজ্জামান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জাহাঙ্গীর, মো. জয়নাল আবেদীন, মো. রাজ্জাক হোসেন, অর্থ সম্পাদক এবিএম রুস্তম আলী, সাংগঠনিক সম্পাদক মোল্লা মো. সাজ্জাদ হায়দার, দফতর সম্পাদক আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুশফিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আনোয়ার হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল বারেক হাওলাদার, আইন বিষয়ক সম্পাদক শাহ আলম সরদার, প্রচার সম্পাদক খন্দকার শাহীন হোসেন, নির্বাহী সদস্য মো. বেলায়েত হোসেন বেলাল, মো, শফিকুল ইসলাম। #