খুলনা বিভাগের ঝিনাইদহ জেলায় করোনায় কর্মহীনদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসন ও সোনালী ব্যাংক লিমিটেডের যৌথ উদ্যোগে আজ (মঙ্গলবার) কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও কর্মচারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। ৪৫টি কিন্ডারগার্টেন স্কুলের তিনশত ৬২ জন শিক্ষককে জনপ্রতি দুই হাজার টাকা এবং ৫০ জন কর্মচারী জনপ্রতি এক হাজার টাকা করে মোট সাত লাখ চুয়াত্তর হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান এই সহায়তা বিতরণ করেন।