সৈয়দ নজরুল ইসলাম সুইমিং পুলের দুই দিকে দুটি টিকিট বুথ বানিয়েছিল বিসিবি। দর্শককের সুবিধার্থে এ দুই বুথে গতকাল (বৃহস্পতিবার) টিকিট বিক্রিও করা হয়। নির্দিষ্ট সংখ্যক টিকিট শেষ হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে দর্শক। সুইমিং কমপ্লেক্সের পূর্ব দিকের অস্থায়ী বুথে আগুন ধরিয়ে দেয়। আর পশ্চিম দিকের কাউন্টারে ভাঙচুর করা হয়।
১০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ওই আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা জানান, আগুনের ঘটনায় সুইমিং কমপ্লেক্সের ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম বলেন, ‘আগুন লাগার ২ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেন। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে সুইমিং কমপ্লেক্সের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়েছে।’
পরিস্থিতি বেগতিক দেখে গতকাল দ্রুততার সঙ্গে নিরাপত্তা জোরদার করে বিসিবি। পুলিশ, র্যাবের সঙ্গে সেনাবাহিনীও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অবস্থান নেয়। ফলে গতকাল দর্শক কর্তৃক আর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিম জানান, টিকিট বুথে আগুন দেওয়া, ভাঙচুর করা অনাকাঙ্ক্ষিত। দর্শককে কাছ থেকে সহনশীল আচরণ আশা করেন তারা, ‘দর্শককের সুবিধার্থে কিছু টিকিট কাউন্টারে বিক্রি করা হচ্ছে। যা পরিমাণে খুব বেশি না। আসনের চেয়ে বেশি টিকিট দেওয়া সম্ভব না। সমর্থকদেরও বিষয়টি বোঝা উচিত।’