বিশ্বকাপ মিশনে অ্যালান বোর্ডার স্টেডিয়ামে নেমেছে বাংলাদেশ। আইসিসি’র প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান। টসে হেরে বোলিং করছে সাকিব আল হাসানের দল। এই ম্যাচ দিয়েই শুরু হলো বিশ্বকাপে টাইগারদের মাঠের লড়াই। কিন্তু ম্যাচ উপভোগ করতে পারছেন না টাইগার ভক্ত-সমর্থকরা।
মাঠে দর্শক প্রবেশ করার অনুমতি দেয়নি আইসিসি। যে কারণে ব্রিসবেনে কয়েক হাজার বাংলাদেশি ইচ্ছা থাকলেও দলকে সমর্থন জানাতে মাঠে আসতে পারেনি। স্টেডিয়ামের বাইরে বেশ কয়েকজন টাইগার ভক্ত দাঁড়িয়ে ছিলেন মাঠে প্রবেশ করার আশায়। শেষ পর্যন্ত নিরাপত্তাকর্মীদের বাধায় তাদের ফিরে যেতে হয়েছে হতাশা নিয়ে। তাদেরই একজন কুমিল্লার সুমন শাহান। অস্ট্রেলিয়ায় পড়ালেখা করেন।
প্রিয় দলের খেলা দেখতে না পেরে হতাশ হয়ে তিনি বলেন, ‘আসলে বুঝতে পারিনি যে বাংলাদেশের খেলা দেখতে পারবো না। সিডনি থেকে বন্ধুর বাসায় এসেছি দুদিন হলো। ভাবলাম, ম্যাচ দেখতে পারবো। কিন্তু এখন হতাশ লাগছে।’
প্রস্তুতি ম্যাচ দেখা যাবে কিনা তার জন্য বাংলাদেশ থেকে আসা সংবাদকর্মীদের সঙ্গেও মুঠোফোনে যোগাযোগ করছে ভক্ত সমর্থকরা। তাদেরই একজন আসিফ আহমেদ। তিনি বলেন, ‘খুব আশায় ছিলাম যে আজ পরিবার নিয়ে এসে ম্যাচ দেখবো। কিন্তু হলো না। আমাদের সব প্রস্তুুতি মাটি হয়ে গেছে। যাই হোক, টাইগাররা মাঠে খেলুক আমরা তাদের জন্য বাইরে থেকে শুভ কামনা জানাই। দোয়া করি যেন ভালো খেলে দেশের মান রাখে।’
টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ স্কোয়াডে রাখা হয়নি লিটন দাসকে। এই ওপেনারকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজম্যান্ট। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপেও খেলা হয়নি তার। যে কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
পিএসএন/এমঅাই
