দরকারি ফোন নম্বর ডিলিট হয়ে গেলে চিন্তা হওয়ারই কথা। কিন্তু, একবার ডিলিট হয়ে গেলে তা কি আর ফেরত পাওয়া যায়? উত্তর হ্যাঁ পুনরুদ্ধার করা যায়। প্রত্যেক স্মার্টফোনেই এই সুবিধা রয়েছে। আসলে সম্প্রতি এটি চর্চায় আসার অন্যতম কারণ হল হ্যাকিং। অনেকেই অভিযোগ করেছেন, জিমেইল হ্যাক হওয়ার ফলে বহু কন্ট্যাক্ট ডিলিট হয়ে গিয়েছে।
ফোন থেকে উধাও হয়ে গিয়েছে একাধিক নম্বর। যার ফলে অসুবিধায় পড়েছেন সাধারণ মানুষ। কিন্তু, নম্বরগুলি কী ভাবে ফিরে পাবেন? গুগলের তরফে সমস্ত অ্যান্ড্রয়েড ফোনে সেই সুবিধা রয়েছে। পদ্ধতি জেনে নিন।
জিমেইলের সঙ্গে লিঙ্ক থাকে কন্ট্যাক্ট নম্বর
সমস্ত কন্ট্যাক্ট আপনার জিমেইল অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকে। যার ফলে অন্য কোনও ডিভাইস দিয়ে ওই জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে সমস্ত কন্ট্যাক্ট নম্বর ও ছবি পেয়ে যাবেন। ভিডিয়ো এবং ডকুমেন্টও পাওয়া যাবে গুগল ড্রাইভে। ফোন থেকে ডিলিট হয়ে গেলেও গুগল ক্লাউডে গিয়ে সবকিছু জমা থাকে।
তবে এর আগে কয়েকটি নিরাপত্তা বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত জিমেইলে Two Factor Authentication ফিচার অন রাখুন। পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর পাসওয়ার্ডও চেঞ্জ করা উচিত।
কী ভাবে ডিলিট হওয়া কন্ট্যাক্ট ফিরে পাবেন?
ফোন থেকে ডিলিট হলেও সম্পূর্ণ ভাবে ডিলিট হয়না। সেগুলি রিসাইকেল বিনে গিয়ে জমা হয়। যেখান থেকে আপনি পুনরুদ্ধার করতে পারবেন। ধাপে ধাপে জানুন।
এর জন্য প্রথমে ল্যাপটপ বা পার্সোনাল কম্পিউটারে জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করুন।
তারপর উপরে একটি 9 ডট অপশন থাকবে। সেখানে ক্লিক করলে একাধিক অপশন চলে আসবে।
এখানে কন্ট্যাক্ট অপশনটি ট্যাপ করতে হবে।
একটি নতুন ট্যাব খুলবে সেখানের কন্ট্যাক্ট লিস্ট দেখতে পাবেন।
নীচে একটি অপশন থাকবে Trash অথবা Bin। সেখানে ক্লিক করতে হবে।
এখানে একটি Recovery অপশন থাকবে। তাতে ক্লিক করলেই ডিলিট হয়ে যাওয়া কন্ট্যাক্ট ফিরে পাবেন।
জিমেইল অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন
জিমেইলের সঙ্গে জড়িয়ে থাকে একাধিক ব্যক্তিগত তথ্য। বিভিন্ন ব্যাঙ্কিং ও অনলাইন পেমেন্ট অ্যাপে দেওয়া থাকে জিমেইল আইডি। পাশাপাশি একাধিক অথেন্টিকেশন কাজে ব্যবহার হয় জিমেইল। তাই সেটি হ্যাক হলে আপনার ফোনে উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যায় হ্যাকাররা। তাই এটি নিরাপদ এবং সুরক্ষিত রাখুন।