জেলার ডুমুরিয়া, কয়রা ও পাইকগাছাসহ দেশের ২০টি উপজেলা পরিষদ নির্বাচন আজ রোববার। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খুলনার এ তিন উপজেলার ২৭২টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শনিবার সকালে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছিল, রোববার ভোরে পাঠানো হয় ব্যালট পেপার। ডুমুরিয়া-কয়রা-পাইকগাছা উপজেলার ভোট কেন্দ্রসহ নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৫ হাজার ৬০০ সদস্য।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তিন উপজেলায় মোট প্রার্থী ৪৪ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী ১২ জন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী ২২জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী ১০ জন।
ডুমুরিয়া উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তিনজন। তারা হলেন জেলা আ’লীগের সদস্য মোঃ আজগর বিশ্বাস তারা, জেলা আ’লীগের সদস্য এজাজ আহমেদ ও জেলা ছাত্রদলের সদ্য বহি®কৃত সহ-সভাপতি মোঃ মুনিমুর রহমান নয়ন। এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে চারজন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিনজন প্রতিদ্ব›িদ্বতা করছেন।
কয়রা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তিনজন। তারা হলেন উপজেলা আ’লীগের সভাপতি জি এম মোহসিন রেজা, উপজেলা যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম ও স্বতন্ত্র অনাদী সানা। এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পাইকগাছা উপজেলায় চেয়ারম্যান প্রার্থী ৬ জন। তারা হলেন পাইকগাছা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান, যুগ্ম-সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আ’লীগের কৃষ্ণপদ মন্ডল, আ’লীগের নেতা শেখ আবুল কালাম আজাদ, স্বতন্ত্র স ম শিবলী নোমানী রানা ও স্বতন্ত্র মোঃ আছাদুল বিশ্বাস। এ উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা চেয়ারম্যান পদে মূলত আ’লীগ নেতাদের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
ডুমুরিয়া উপজেলার ১০৮টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ৭৪২টি, মোট ভোটার ২ লাখ ৭৩ হাজার ১১৪ জন। পাইকগাছা উপজেলার ৯৭টি ভোট কেন্দ্রে ভোট কক্ষ ৬৬৩টি, মোট ভোটার ২ লাখ ৩১ হাজার ৯৩৮ জন। কয়রা উপজেলার ৬৭টি কেন্দ্রে ভোট কক্ষ ৪৮৬টি, মোট ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৩৭ জন।
জেলা ও মেট্রোপলিটন পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ভোট কেন্দ্রগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় ৫ হাজার ৬০০ সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে আনসার ৩ হাজার ৮৩৫ জন ও পুলিশ ১ হাজার ৭৫০ জন। এছাড়া কয়রা উপজেলায় ২ প্লাটুন বিজিবি ও তিন প্লাটুন কোস্টগার্ড, পাইকগাছা ও ডুমুরিয়ায় তিন প্লাটুন করে বিজিবি এবং র্যাব সদস্যরা টহল দেবেন। দায়িত্ব পালন করবেন ৩৭জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসকরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
রিটার্নিং কর্মকর্তা মোঃ নাজমুল হুসেইন খাঁন জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছেন। কোথাও কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে তা দমন করা হবে।
প্রসঙ্গত, ইসির জনসংযোগ পরিচালক মোঃ শরিফুল আলম জানিয়েছেন, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া; বাগেরহাট জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা; বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকি; ভোলার লালমোহন, তজুমদ্দিন; ঝালকাঠির রাজাপুর, কাঁঠালিয়া; বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় নির্বাচন হবে ব্যালট পেপারে। আর পিরোজপুরের মঠবাড়িয়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।