ঢাকাসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে আরও ৩৮৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উদ্ধার করা হয়েছে একটি দেশীয় পাইপগান ও কুড়াল। এ নিয়ে গত ৯ দিনে বিশেষ এই অভিযানে মোট গ্রেপ্তারের সংখ্যা ৪ হাজার ৭৯০ জন।
রোববার সন্ধ্যায় পুলিশ সদরদপ্তর জানায়, শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া অন্যান্য মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছেন ৭৫১ জন।
এদিকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইব্রাহিম আনছারি অপূর্বকে গ্রেপ্তার করেছে বাড্ডা থানা পুলিশ। প্রগতি সরণিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় শনিবার রাতে তাঁকে ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আকাশ বেরোবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। এ ছাড়া এদিন অভিযানে ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চয়ন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিনাজপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের আরও পাঁচ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। শনিবার রাতে গাইবান্ধা শহরে পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এর মধ্যে রয়েছেন পৌরসভার সাবেক কাউন্সিলর নিয়াজ রহমান লোটন ও আবু হোসেন।
নওগাঁর রাণীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠুসহ আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জয়পুরহাটে শনিবার যৌথ বাহিনীর অভিযানে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার হয়েছেন। নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক যুবায়ের আহম্মেদ জয়কে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহীর আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী ও আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি গ্রেপ্তার হয়েছেন।
৫ আগস্টের পর বরখাস্ত বরিশালের গৌরনদী উপজেলা চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরীকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা নগরীর ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হাওলাদারকে রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মেহেরপুরের মুজিবনগর উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাউসুল আজম বিজনসহ দু’জনকে রোববার গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরিদপুরের আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার মুরাদনগর উপজেলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে দাউদকান্দি উপজেলায় আওয়ামী লীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো, অফিস ও প্রতিনিধি)