এই মাসের লেভার কাপ থেকে সরে দাঁড়ানো রাফায়েল নাদাল খেলবেন ডেভিস কাপে। ২২ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে নিয়ে দল গড়েছে স্পেন।
আয়োজকরা সোমবার জানায় এই খবর। স্পেন দলে আছেন র্যাঙ্কিংয়ের তিন নম্বর তারকা কার্লোস আলকারাসও।প্যারিস অলিম্পিকসে পুরুষদের দ্বৈতে আলকারাসের সঙ্গে জুটি বেঁধে কোয়ার্টার-ফাইনালে হারের পর থেকে আর কোর্টে নামেননি ৩৮ বছর বয়সী নাদাল। ফিটনেস সমস্যায় ইউএস ওপেনে না খেলার পর কিছুদিন আগে লেভার কাপ থেকে সরে দাঁড়ান তিনি। দলের স্বার্থের কথা ভেবে সিদ্ধান্তটি নেওয়ার কথা বলেছিলেন এই টেনিস কিংবদন্তি।ডেভিস কাপের কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে স্পেন, যা শুরু হবে আগামী ১৯ নভেম্বর।