টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে ছিলেন না সহ-অধিনায়ক তাসকিন আহমেদ। টাইগারদের একাদশে তার না থাকা নিয়ে তখনই আলোচনার তৈরি হয়েছিল। সে সময় বিস্তারিত কিছু জানা না গেলেও সম্প্রতি চাঞ্চল্যকর এক খবর সামনে এসেছে। ক্রিকবাজের খবরে জানা যায় ম্যাচের দিন দেরিতে ঘুম থেকে ওঠায় টিম বাস মিস করেন টাইগার এই পেসার। যে কারণে পরে তাকে ছাড়াই একাদশ সাজাতে বাধ্য হয় টিম ম্যানেজমেন্ট!
এবার সেই ঘুমকাণ্ড নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন বিষয়টি আগেই জানতেন তিনি। আজ (মঙ্গলবার) বিসিবিতে বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন পাপন। এরপর সেখানে এ নিয়ে তৎক্ষণাৎই যোগাযোগ করেন বলে জানিয়েছেন, তবে ঘুমকাণ্ড নিয়ে তিনি বিস্তারিত রিপোর্টের অপেক্ষায় আছেন।
পাপন বলেন, ‘ভারত ম্যাচের আগেরদিন ঘুমের জন্য তাসকিনের বাস মিসের একটা ঘটনা আমিও শুনেছি। আমি আরও আগেই শুনেছি। আমি যখন ভারতের বিপক্ষে একাদশে তাকে দেখলাম না, তখন আমি রাবিদ ইমামকে (বিসিবির মিডিয়া ম্যানেজার) ফোন করি। এরপর সে জানাল, তাসকিন টিম বাস মিস করেছে। তবে সে কেন আসেনি কিংবা ঘুমের কারণ কি না সেটা রিপোর্ট এলে জানা যাবে। চাইলে আমি নিজেই তাকে সরাসরি প্রশ্ন করতে পারতাম। কিন্তু আমি করিনি, কারণ আমি রিপোর্টের অপেক্ষায়।’
পাপন আরও বলেন, ‘পাশাপাশি আপনাদেরও বুঝতে হবে আমি আগের মতো টিমের সাথে যুক্ত নেই। আগে আমি সিরিজেও দলের সাথে থাকতাম। টিম হোটেলে থাকতাম। একসাথে ওদের নিয়ে নাস্তা করতাম। কিছু বাদ থাকত না। তখন সব জানতাম। এখন তো আমি নেই সরাসরি যুক্ত। তাই আমাকে রিপোর্ট পাওয়ার জন্যই অপেক্ষা করতে হবে।’
প্রসঙ্গত, নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির শীর্ষ একজন কর্মকর্তা ক্রিকবাজকে জানিয়েছেন, ‘এটা সত্য যে তিনি (তাসকিন) টিম বাস মিস করে পরে দলে যোগ দিয়েছেন। কিন্তু কেন তিনি খেললেন না তা শুধু কোচই ভালো বলতে পারবেন, কারণ তিনি (ভারতের বিপক্ষে) পরিকল্পনায় ছিলেন কি না, তার উত্তর প্রধান কোচ (চন্ডিকা হাথুরুসিংহে) দিতে পারেন।’
তিনি আরও বলেন, ‘যদি (কোচ ও খেলোয়াড়ের মধ্যে) কোনো সমস্যা থাকতো, তাহলে কিভাবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেললেন। সময়মতো উঠতে না পারার জন্য তিনি (তাসকিন) তার সতীর্থ এবং সবার কাছে ক্ষমা চেয়েছেন।’