ভারতীয় এক গহনা ব্যবসায়ীর কাছে ভয়াবহ প্রতারণার শিকার হয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী। মার্কিন এই নারীর কাছে ভারতের রাজস্থানের ওই ব্যবসায়ী ৩০০ রুপির গহনা বিক্রি করেছেন ৬ কোটি রুপিতে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মঙ্গলবার (১১ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাজস্থানের জয়পুরের জোহরি বাজারে ওই ব্যবসায়ীর গহনার দোকান রয়েছে।
গৌরভ সোনি নামের এই ব্যবসায়ী রুপার গহনার ওপর সোনার প্রলেপ দিয়ে সেগুলো চেরিস নামের এই মার্কিন নারীর কাছে বিক্রি করেন।
এ বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের একটি প্রদর্শনীতে গহনাগুলো প্রদর্শন করা হয়। তখন জানা যায় এগুলো আসলে নকল। তখন চেরিস ভারতে আসেন এবং রাজস্থানে গিয়ে ওই দোকানিকে গিয়ে ধরেন।
তবে নকল গহনা দেওয়ার কথা অস্বীকার করেন তিনি। এরপর এই নারী পুলিশের দারস্থ হন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাসের সহায়তা চান। তার অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ জানায় মার্কিন দূতাবাস।
প্রতারণার শিকার হওয়া এই নারী জানিয়েছেন, ২০২২ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে গহনা ব্যবসায়ী গৌরবের সঙ্গে তার পরিচয় হয়। গত দুই বছরে তিনি এসব নকল গহনা কিনতে গৌরবকে ৬ কোটি রুপি দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, প্রতারক গৌরব ও তার বাবা রাজেন্দ্র সোনিকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আপাতত তারা পলাতক রয়েছে।
পুলিশের এক কর্মকর্তা বলেছেন, “তাদের ধরতে বিশেষ টিম গঠন করা হয়েছে।”