সফরসূচি অনুযায়ী মন্ত্রী ৫ জুলাই বিকাল সাড়ে তিনটায় খুলনার ডুমুরিয়া উপজেলার শোভনা গাবতলা সার্বজনীন পূজা মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন এবং বিকাল পাঁচটায় নির্বাচন পরবর্তী রংপুর ইউনিয়নের নেতাকর্মী ও সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
তিনি ৬ জুলাই সকাল ১০টায় খুলনার ফুলতলা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মী ও জনগণের সাথে মতবিনিময় সভায় এবং সকাল সাড়ে ১১টায় ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় যোগদান করবেন। মন্ত্রী বেলা একটায় ডুমুরিয়া অফিসার্স ক্লাবে উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতির সদস্যদের সাথে মতবিনিময়, বিকাল চারটায় ডুমুরিয়া যুবসংঘ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল- ২০২৪ এর উপজেলা পর্যায়ে সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ, বিকাল পৌনে পাঁচটায় ডুমুরিয়া শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বিশেষ কর্মী সভায় এবং সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা কমপ্লেক্স হল রুমে ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
মন্ত্রী ৭ জুলাই সকাল সোয়া নয়টায় চুকনগর বাজার চাউল হাটা জামে মসজিদ পরিদর্শন, সকাল ১০টায় ডুমুরিয়া শহিদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত কৃষি প্রনোদনার সার, বীজ, ও বিভিন্ন ইউনিয়নের জনসাধারণের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ, সকাল সাড়ে ১০টায় ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, গোখাদ্য ও ডেউটিন বিতরণ এবং সকাল সাড়ে ১১টায় ডুমুরিয়া উপজেলার সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হলরুমের উদ্বোধন ও মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগদান করবেন। তিনি বিকাল চারটায় ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন এবং বিকাল পাঁচটায় রংপুর কালীবাড়ি মাতৃমন্দির প্রাঙ্গণে রথযাত্রা অনুষ্ঠানে যোগদান করবেন। সন্ধ্যায় মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।