দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি হোটেলে আগুনে পুড়ে নিহত হয়েছেন ৬ জন এবং আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। দেশটির বৃহত্তম বার্তাসংস্থা ইয়োনহাপ নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
হোটেলটির অবস্থান রাজধানীর দক্ষিণে বুচেওন এলাকায়। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ৯ তলা ওই হোটেলটিতে আগুন লাগে বলে জানা গেছে। আগুনের ব্যাপ্তি বেশ বড়, কারণ ফায়ার সার্ভিসের ৪৬টি ট্রাক এবং ১৫০ জন কর্মী আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু এখনও সফল হননি।
কী কারণে আগুন লাগল— তা ও এখনও জানা যায়নি। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ইয়োনহাপকে এ প্রসঙ্গে বলেন, “নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে। আপাতত আমরা আগুন নেভানোর দিকেই মনোযোগ দিচ্ছি।”